কলারোয়া উপজেলা বিএনপি’র মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

এম এ আজিজ :: বুধবার(১৮ই সেপ্টেম্বর) সকাল ১১টায় কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিিত্বে কলারোয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে জরুরী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হা‌বিব।তিনি বলেন, স্বৈরাচারী,খুনি,অর্থ পাচারকারী  হাসিনার পতন হয়েছে। তারা আমাদের উপর ঘৃন্য-জঘন্য ও অমানুষিক নির্যাতন করেছে। আমাদের কোন নেতা- কর্মীর দ্বারা সেরুপ আচরণ যেন, পরিলক্ষিত না হয়। কু-চক্রীরা দলের ভিতরে ঢুকে কোন রকম উত্তেজনা,বিশৃঙ্খলা সৃষ্টি  করতে না পারে সে ব্যাপারে কঠোর হুশিয়ারি দেন। মানুষের ভালোবাসায় আমরা সুশাসন ও শান্তিপূর্ণ রাষ্ট্র তৈরি করবো। এজন্য সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করে শান্ত থাকার নির্দেশ দেন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও প্রাক্তন চেয়ারম্যান আশরাফ হোসেন,  উপজেলা বিএনপির মুখপাত্র ও সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব শেখ কামরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ,  যুবনেতা রিপন, রন্জু,প্রভাষক সালাউদ্দিন পারভেজ, রিংকু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন,পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান দিলু, উপজেলা ছাত্রনেতা সাজু, রাসেল,সোহেলসহ পৌর ও  ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

সে সময় উপস্থিত নেতৃবৃন্দদের সংক্ষিপ্ত বক্তব্যে, বর্তমানের কিছু বিশৃঙ্খলতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, কোথাও কোন প্রকার ধান্দাবাজী,চাঁদাবাজি ,জমি দখল  প্রভৃতি ধরণের কোন অপকর্মে লিপ্ত হলে,তাদেরকে দল থেকে বহিষ্কার করে, আইনের আওতায় আনা হবে। সকল নেতা- কর্মীকে  অবিলম্বে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সাধারণ মানুষের সাথে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

 

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রাজ্জাক।






সম্পর্কিত সংবাদ

  • সন্তানের প্রতি মা-বাবার যে দায়িত্ব কর্তব্য থাকে, শিক্ষকতা তেমন ভাবেই করেছি-  অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুলতানা কামরুন্নেছা
  • সন্তানের প্রতি মা-বাবার যে দায়িত্ব কর্তব্য থাকে, শিক্ষকতা তেমন ভাবেই করেছি
  • আসুন আমরা ইসলামী আদর্শ প্রতিষ্টায় তৎপর হই : অধ্যক্ষ ইজ্জত উল্লাহু
  • কলারোয়ার পাঁচপোতায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 
  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ নানা দাবিতে কলারোয়ায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ
  • কলারোয়া সরকারি কলেজ অধ্যক্ষের সাথে ছাত্রদল নেতাদের মতবিনিময় 
  • কলারোয়ায় শ্রমিক নেতা সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলেঈদ-ই-মিলাদুন্নবী(স:) উদযাপন