কলারোয়া উপজেলা বিএনপি’র মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব
এম এ আজিজ :: বুধবার(১৮ই সেপ্টেম্বর) সকাল ১১টায় কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিিত্বে কলারোয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে জরুরী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব।তিনি বলেন, স্বৈরাচারী,খুনি,অর্থ পাচারকারী হাসিনার পতন হয়েছে। তারা আমাদের উপর ঘৃন্য-জঘন্য ও অমানুষিক নির্যাতন করেছে। আমাদের কোন নেতা- কর্মীর দ্বারা সেরুপ আচরণ যেন, পরিলক্ষিত না হয়। কু-চক্রীরা দলের ভিতরে ঢুকে কোন রকম উত্তেজনা,বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কঠোর হুশিয়ারি দেন। মানুষের ভালোবাসায় আমরা সুশাসন ও শান্তিপূর্ণ রাষ্ট্র তৈরি করবো। এজন্য সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করে শান্ত থাকার নির্দেশ দেন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও প্রাক্তন চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা বিএনপির মুখপাত্র ও সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব শেখ কামরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, যুবনেতা রিপন, রন্জু,প্রভাষক সালাউদ্দিন পারভেজ, রিংকু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন,পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান দিলু, উপজেলা ছাত্রনেতা সাজু, রাসেল,সোহেলসহ পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
সে সময় উপস্থিত নেতৃবৃন্দদের সংক্ষিপ্ত বক্তব্যে, বর্তমানের কিছু বিশৃঙ্খলতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, কোথাও কোন প্রকার ধান্দাবাজী,চাঁদাবাজি ,জমি দখল প্রভৃতি ধরণের কোন অপকর্মে লিপ্ত হলে,তাদেরকে দল থেকে বহিষ্কার করে, আইনের আওতায় আনা হবে। সকল নেতা- কর্মীকে অবিলম্বে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সাধারণ মানুষের সাথে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রাজ্জাক।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়ার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কামরুল হাসান :: কলারোয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলকবিস্তারিত…
কলারোয়ায় পূজা মন্দিরের নেতৃবৃন্দের সাথে সাবেক এমপি হাবিবের মতবিনিময়
ষ্টাফ রিপোটার (এমএআজিজ) :: কলারোয়ায় সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন পূজা মন্দিরের নেতৃবৃন্দের সাথে দূর্গা পূজাবিস্তারিত…