এফডিসির এমডি পদে নতুন মুখ

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও এলো নতুন মুখ। এমডির দায়িত্বে থেকে সরিয়ে দেওয়া হয়েছে নুজহাত ইয়াসমিনকে। তার জায়গায় নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।

জানা গেছে, চলচ্চিত্রের আঁতুড় ঘর এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালকের মেয়াদ ৩ বছর। তবে নুজহাত ইয়াসমিন এই মেয়াদ পেরিয়ে আরও অনেক দিন একই পদে বহাল ছিলেন। মূলত তাঁর মেয়াদ পেরিয়ে যাওয়ার কারণেই নতুন একজন নিয়োগ পেলেন।

এরইমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন দিলীপ কুমার। গত ১ আগস্ট থেকে ব্যবস্থাপনা পরিচালকের চেয়ারে বসছেন তিনি। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন দিলীপ কুমার।

বলে রাখা ভালো সাবেক এমডি নুজহাত ইয়াসমিনের ওপর বিএফডিসির কর্মচারীরা এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠনই ক্ষুব্ধ। বিভিন্ন সময় তার বিরুদ্ধে করেছে আন্দোলন। কেননা অনিয়মের অভিযোগে জর্জরিত ছিলেন নুজহাত ইয়াসমিন।






সম্পর্কিত সংবাদ

  • বুবলীর নতুন সিনেমা ‘নীল টিপ’, নায়ক ছোটপর্দার
  • নবান্নে গিয়ে মমতাকে কী বলে এলেন ঋতাভরি
  • আত্মহত্যা করেছেন মালাইকার বাবা
  • আনন্দ-বেদনা আর অনুপ্রেরণার ইত্যাদি
  • তানিয়া বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করি : আরশ খান
  • অভিনেত্রীর যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত পরিচালক ক্ষমা চাইলেন
  • ভাঙল নির্মাতা দীপংকরের সংসার
  • ইরফান-বৃষ্টির ‘অবুঝপনা’