(Untitled)

নিউজ ডেস্ক::সহসাই মাঠে ফিরছেন না লিওনেল মেসি। খেলায় ফিরতে দেরি হবে আরও।  চোট নিয়ে প্রায় দেড় মাস ধরে মাঠের বাইরে আছেন আর্জেন্টাইন মহাতারকা। এর মধ্যে গত সপ্তাহে মাঠের অনুশীলনে ফিরে আশা জাগালেও শোনা যাচ্ছে ভিন্ন খবর।

চিকিৎসকদের সাড়া না পাওয়ায় শিকাগোর বিপক্ষে মেজর লীগ সকারের (এমএলএস) আসন্ন ম্যাচে খেলা হবে না তার। গত মাসে কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ে মাঠ ছাড়েন মেসি। সেদিন ডাগআউটে বসে কাঁদতেও দেখা গিয়েছিল তাকে।

তবে শেষ পর্যন্ত সতীর্থদের সঙ্গে শিরোপা জয়ের আনন্দে ভেসে যেতে দেখা যায় মেসিকে। ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট বলছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে মেসি এখন পর্যন্ত চোটে পড়েছেন ছয়বার। তবে এবারের মতো লম্বা সময়ের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হয়নি।

লিগামেন্টের চোটে সব মিলিয়ে মেসি মাঠের বাইরে আছেন  ৪৬ দিন। হাতে গোনা কয়েকবার এর চেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। বয়স ও ফিটনেস বিবেচনায় নিলে মেসির এই চোট আতঙ্ক জাগানোর মতোই। এমনও নয় যে চোট কাটিয়ে তিনি ফিরলেই সব ঠিক হয়ে যাবে।

তাই মেসিকে মাঠে ফেরানোর আগে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে তার ক্লাব ইন্টার মায়ামি। মেসির চোট নিয়ে ইন্টার মায়ামি কোচ জেরার্ডো টাটা মার্টিনো বলেছেন, ‘ছয় সপ্তাহ ধরে এই চোট নিয়ে সে ভুগছে।

তার পুরোপুরি সেরে ওঠা জরুরি। তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের শান্ত হয়ে সবদিক বিবেচনা করতে হবে। সে কয়েক সপ্তাহ আগে অনুশীলন শুরু করেছে, প্রাথমিকভাবে সে চিকিৎসক ও শারীরিক প্রশিক্ষকের সঙ্গে কাজ করেছে।

এরপর সে আংশিকভাবে দলের সঙ্গে অনুশীলন করেছে। আমরা এখনো তার উন্নতি পর্যবেক্ষণ করছি।’মেসির বারবার এভাবে চোটে পড়া মোটেও ভালো বার্তা দিচ্ছে না। এর মধ্যে ইন্টার মায়ামির হয়ে বেশ কয়েকটি ম্যাচ মিস করার পাশাপাশি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও দর্শক হয়ে থাকতে যাচ্ছেন তিনি।

২০২৬ বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, মেসির না খেলার শঙ্কাও বেড়ে চলেছে। আর্জেন্টিনা দলের কোচ ও সতীর্থরা অবশ্য মেসিকে বিশ্বকাপে পেতে মরিয়া। সম্প্রতি আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও কথা বলেছেন বিষয়টি নিয়ে। লিভারপুলের এই মিডফিল্ডারের বিশ্বাস মেসি বিশ্বকাপে খেলবেন।



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • ভুটানের বিপক্ষে জয়ের লক্ষ্যেই নামবে বাংলাদেশ
  • বাংলাদেশের কাছে হেরে জাতির কাছে ক্ষমা চাইলেন পাকিস্তানের অধিনায়ক
  • শান্তকে দেশে ফিরলে সংবর্ধনা ফোনে অভিনন্দন প্রধান উপদেষ্টার…
  • ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
  • পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ করলো টাইগাররা
  • ফুটবলারদের ভুটানের উচ্চতা ভাবাচ্ছে
  • ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরামর্শ ক্রীড়া উপদেষ্টার
  • মনে হচ্ছে বাংলাদেশ কেবল রেকর্ড গড়তে পাকিস্তানে এসেছে’