আমেরিকাতে উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে এনইউবিটির যৌথ উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে মতবিনিময়

খুলনা প্রতনিধি :: মার্কিন দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স ও আমেরিকান সেন্টারের এডুকেশন ইউএসএ পরিচালক, ইসাবেলি জেসোলডোস ও মুহাম্মাদ সোহেল ইকবাল আজ সকালে এনইউবিটির উপ-উপাচার্য প্রফেসর ড.জাহিদ হোসেনের সাথে মত বিনিময় করেন।
এ সময় তারা দেশের দক্ষিন অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমেরিকাতে উচ্চ শিক্ষা অর্জনের ব্যাপারে সকল সুযোগ সুবিধা সহ আমেরিকাতে উচ্চশিক্ষা গ্রহনের নানা বিষয়ে আলোচনা করেন।
আমেরিকান সেন্টারের এডুকেশন ইউএসএ পরিচালক মুহাম্মাদ সোহেল ইকবাল এদেশে উচ্চ শিক্ষা ও গবেষণা তুলে ধরেন, তিনি বলেন ঢাকায় ২টি চট্রগ্রামে ১টি এবং খুলনাতে ১টি আমেরিকান কর্ণার রয়েছে। সেখান থেকে শিক্ষার্থী, শিক্ষক গবেষক সহ যে কেউ উচ্চশিক্ষা ও গবেষনা সম্পর্কে তথ্য সংগ্রহ ছাড়াও বিভিন্ন বিষয়ে অবহিত হতে পারেন।
এই সকল মহতি কার্যক্রমকে স্বাগত জানান এনউবিটির উপ-উপাচার্য প্রফেসর ড.জাহিদ হোসেন তিনি আশা প্রকাশ করেন উচ্চশিক্ষা বিস্তারে আগামী দিনে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মো: শাহ আলম, আমেরিকান কর্ণার খুলনার কো-অডিনেটর ফারজানা রহমান সহ প্রমূখ।
সংযুক্তিমূলক সংবাদ ..

চাকুরি নেই সাতক্ষীরা মেডিকেলের ৪৬ আউটসোর্সিং কর্মচারির!
সাতক্ষীরা প্রতিনিধি। :: টানা ছয় বছর দায়িত্ব পালনের পর সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজে কর্মরত ৪৪আরও পড়ুন …

কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের বিদায় ও যোগদানকৃতদের বরণ অনুষ্ঠিত
গোলাম মোস্তফা রাঙ্গা :: ২৪ অক্টোবর দুপুর ২টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে একআরও পড়ুন …