জামায়াত-শিবির নিষিদ্ধ করায় মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তোষ প্রকাশ
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: মায়াত-শিবির নিষিদ্ধ করায় সন্তোষ প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান।
বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার সাহসী সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। এই পদক্ষেপ দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং প্রগতির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
নেতৃবৃন্দ বলেন, জামায়াত-শিবির দীর্ঘদিন ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অগ্রগতির জন্য হুমকি হিসেবে কাজ করে আসছে। তাদের দ্বারা পরিচালিত সহিংসতা, ধ্বংসাত্মক কার্যকলাপ এবং সমাজে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা আমাদের প্রিয় মাতৃভূমির শান্তি ও স্থিতিশীলতাকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে। এই প্রেক্ষাপটে সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী।
তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি, এই নিষেধাজ্ঞা শুধু আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের পথে আমাদের এগিয়ে নিয়ে যাবে। দেশের তরুণ প্রজন্মের মনোবল উজ্জীবিত হবে এবং তারা গঠনমূলক কার্যকলাপের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, এই সাহসী পদক্ষেপের জন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি যে, ভবিষ্যতেও এমন দেশপ্রেমিক এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সরকার নিরন্তর প্রয়াসী থাকবে।
সম্পর্কিত সংবাদ
আ’লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
ডেস্ক নিউজ :: আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধানবিস্তারিত…
মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর
ডেস্ক নিউজ :: চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখবিস্তারিত…


