নির্বাচনের বিভাগগুলো পূর্ণ সংস্কার করে নির্বাচন করতে হবে : গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক :: নির্বাচনের বিভাগগুলো পূর্ণ সংস্কার করে জাতীয় নির্বাচন করতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে আমরা কোনো দিনক্ষণ বেঁধে দেইনি। তবে নির্বাচনী প্রক্রিয়ার সাথে জড়িত বিভাগগুলোকে পূর্ণ সংস্কার করে নির্বাচন দিতে হবে। তা না হলে অতীতের তিনটি নির্বাচনের মত জনগণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে না। ফলে দুই হাজার ছাত্র-জনতার জীবন এবং ৩০ হাজার জনগণের রক্ত, পঙ্গুত্ববরণ বৃথা যাবে।’

রোববার (১৬ ফেব্রুয়ারি) ফুলতলা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা জামায়াত আয়োজিত পরিষদের বিভিন্ন দফতরের প্রধানদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াত প্রতিশোধ পরায়ণ নয় বরং সহনশীল রাজনীতিতে বিশ্বাসী। এ উপজেলায় বিগত ১৫ বছরে জামায়াতসহ বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের উপর জুলুম নির্যাতন হামলা মামলা দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জুলুম ও নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। তাদের বিদায়ের পর প্রতিশোধপরায়ণ হয়ে তাদের মতো হামলা, জুলুম-নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হয়নি।’

এ সময় উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলীম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউএনও তাসনিম জাহান, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জেসমিন আরা, ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান খান, খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কবীর হোসেন।

এছাড়া প্রকৌশলী ইয়াসিন আরাফাত, নির্বাচন অফিসার মো: রোকনুজ্জামান খান, সমাজসেবা অফিস শাহিন আলম, বীজ কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ টি এম গাউসুল আজম হাদি, শেখ সিরাজুল ইসলাম, সৈয়দ হাসান মাহমুদ টিটো, মাওলানা ওবায়দুল্লাহ, সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খান, নজরুল ইসলাম জমাদ্দার, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • বিএনপিই পারে জনগণকে নিরাপত্তা দিতে….খুলনা জেলা আহ্বায়ক
  • আওয়ামী আমলে জামায়াতের ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল:ডা.শফিকুর রহমান
  • নেতৃত্ব সঙ্কটে আওয়ামী লীগ, ভেঙে যেতে পারে দল
  • জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ
  • ইনসাফ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির
  • আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া : ব্যক্তিগত চিকিৎসক
  • ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের কমিটি গঠন