শার্শায় তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি :: উৎসব মূখর পরিবেশে গ্রাম বাংলার বিলুপ্ত হওয়া প্রায় হরেক রকম পিঠার সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এর স্বাদ নিতে যশোরের শার্শায় বসে দিনব্যাপি তারুন্যের পিঠা উৎসব।

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে” এই পতিপাদ্য বিষয় নিয়ে তারুন্যের উৎসব উপলক্ষে বৃহষ্পতিবার সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে বসে এ পিঠা উৎসব।

জামাই বরণ পিঠা, জিরা পিঠা থেকে শুরু করে পাটিসাপটা ও তালের পিঠাসহ প্রায় অর্ধ শতাধিক স্টলে শতাধিক প্রকার পিঠার সমাহার। বিশেষ করে খেজুরের রস থেকে গুড় তৈরী বিষয়টি ছিল দর্শনীয়। যা দেখতে দুর-দুরান্ত থেকে ছুটে আসে পিঠা প্রেমিরা। বিলুপ্ত হওয়া পিঠার স্বাদ নিতে পিঠা উৎসবে ভীড় জমাতে থাকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির  সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা সহকারী কমিশনার নুসরাত ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুজ্জামান, কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, নাভারন ফজিলাতুনন্নেছা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ লাইলা আফরোজ মলি, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জলবায়ু অভিযোজন মেলা
  • শার্শায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যা 
  • কয়রায় সমম্ময়ক পরিচয়ে চাঁদা দাবি  ও ঠিকাদারের লোকজনদেরকে মারপিটের অভিযোগ
  • সৈয়দপুর শহরের যানজট নিরসনে  ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু
  • পাইকগাছায় গলায় রশি পেঁচিয়ে এক গৃহবধুর আত্মহত্যা
  • দিনকালের সাংবাদিক বজলু নির্বাচনে জয়লাভ করায় কপিলমুনি প্রেস ক্লাবের অভিনন্দন
  • শিল্পী মহেশ চন্দ্র রায়ের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সৈয়দপুরে আলোচনা সভা 
  • সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে তৈজসপপত্র সহায়তা দিলো কৃষক দল