আশাশুনিতে জাতীয় সমাজ  সেবা দিবস পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।
বিভিন্ন এনজিও এর সহযোগিতায় শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র ্যালী বের করা হয়। র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় “নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল আবছার মোর্তজা, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রসূন কুমার মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফরুক।
সভায় উন্নয়ন প্রচেষ্টার মোস্তাফিজুর রহমান, এসডিএফ এর মাশুকুল হক প্রমুখ আলোচনা রাখেন। সভায় ২০২৪ সালের শ্রেষ্ঠ সমাজ কর্মী নির্বাচিত হওয়ায় তাকে ক্রেস্ট প্রদান করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে শীতার্তদের মাঝে জামায়াতের জেলা আমীরের কম্বল বিতরণ
  • আশাশুনিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা
  • কুল্যার কচুয়া প্রাইমারী স্কুলে  ক্লাস্টারের সমন্বয় সভা অনুষ্ঠিত
  • বুধহাটায় আইএফআইসি  ব্যাংকের কম্বল বিতরণ
  • খাজরা ইউনিয়ন পরিষদে কাজে  আসা মানুষের স্বস্তি
  • আশাশুনিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের লাশ ময়নাতদন্তে আদালতের নির্দেশ
  • চাপড়ায় জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চাম্পাফুল চ্যাম্পিয়ন 
  • আশাশুনির কালকী স্লুইস গেট সংশ্লিষ্ট সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হবে : মুহাদ্দিস রবিউল বাশার