পিকনিকে অতর্কিতে হামলা ! ভাংচুর , অগ্নিসংযোগ।

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
তালা উপজেলার বালিয়া গ্রামে ১৯ জুন বুধবার রাত ১০টায় স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত এক পিকনিক পার্টিতে হামলা করেছে কিছু র্দূবৃত্ত। বালিয়া গ্রামের মিনাজ খাঁ জানান, আমাদের বাড়ীর কিছু যুবক ছেলেরা ডেকোরেশন করে গান বাঁজিয়ে পিকনিক করছিলো। দীর্ঘদিন ধরে ৬ শতক জমি নিয়ে বিরোধ থাকায় একই গ্রামের বাবর আলী মোড়লের পূত্র আব্দুল জব্বার মোড়লের নেতৃত্বে ৮-১০ জনের একটি বাহিনী আমাদের ছেলেদের পিকনিক পার্টিতে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা হলেন, কওসার সরদারের ছেলে মফিজুল সরদার, সুলতান গাজীর ছেলে আব্দুল গাজী, মজিদ গাজীর ছেলে লিটন গাজী, শামসের গাজীর ছেলে আসমত গাজী, মৃত তাহের গাজীর ছেলে সুলতান গাজী, মৃত আক্কাস গাজীর ছেলে তাজুল গাজী, মোকসেদ গাজীর ছেলে মশিয়ার গাজী প্রমুখ। প্রত্যক্ষদর্শী হাসান গাজী, আতিয়ার গাজী এবং মজিদ গাজী জানান, হামলাকারীরা প্রথমে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর লাঠিসোটা দিয়ে সাউ-বক্স, মিউজিক সেট, ৪/৫টি মোবাইল ফোন ভাংচুর করে, ডেকোরেশনের মালামাল তছনছ করে এবং ঘেরের বাসায় অগ্নিসংযোগ করে। তারা জানান, স্থানীয় ওয়ার্ড মেম্বর বিল্লাল হোসেন ঐ পিকনিকে উপস্থিত ছিলেন। ওয়ার্ড মেম্বর বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মিনাজ খাঁ বাদী হয়ে হামলাকারীদের নাম উল্লেখ করে তালা থানায় একটি এজাহার দাখিল করেছেন। ####
সংযুক্তিমূলক সংবাদ ..

তালা উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে সভাপতি সম্পাদক পদে একাধিক প্রার্থী মাঠে
তালা(সাতক্ষীরা) সংবাদদাতা: তালা উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলকে ঘিরে আওয়ামীলীগ নেতা কর্মিরা নড়ে চড়ে বসতে শুরু করেছে।আরও পড়ুন …

পাটকেলঘাটায় সরুলিয়া স্কুল মাঠে ১৬ দলীয় ফুটবল টুনামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত
ইব্রাহিম খলিল :: সাতক্ষীরার পাটকেলঘাটায় সরুলিয়া স্কুল মাঠে সরুলিয়া যুব সংঘের উদ্যোগে ৮ দলীয় ফুটবলআরও পড়ুন …