পরণে লুঙ্গি-গেঞ্জি, বাজার করে সাইকেল চালিয়ে বাড়ি গেলেন এমপি জগলুল

শ্যামনগর প্রতিনিধি :: সংসদ সদস্য নামটি শুনলেই সুন্দর পোশাক পরা, গাড়ি দিয়ে আসা মানুষের চিত্র চোখের সামনে ভেসে উঠে। এদের আশেপাশে সবসময়ই অন্তত ১৫-২০ জন মানুষ লেগেই থাকে। এমপি মানেই যেন বিলাসী জীবন। কিন্তু এর ব্যতিক্রমও আছে।
তেমনই একজন হলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জনাব এস এম জগলুল হায়দার। আজ বুধবার (২০ মার্চ) দুপুরে শ্যামনগর উপজেলার নকিপুর কাঁচাবাজার থেকে নিজ হাতে বাজার করেন তিনি। এরপর এক কিলোমিটার বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে যান। এসময় তার পরনে ছিল লুঙ্গি-গেঞ্জি।
বাংলাদেশের বাস্তবতায় এমনটি খুব একটা দেখা যায় না। এ কারণে তার এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। অনেকেই তার এ ছবি শেয়ার করছেন এবং বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।
তার এসব ছবি দেখে হুমায়ুন কবির নামের একজন মন্তব্য করেন, ‘৩০০ সাংসদের মডেল।’ সোলাইমান মামুন নামের একজনের মন্তব্য ছিল এরকম, ‘এই কাজটি পারে কজন?’ এছাড়া মো. সামাদ নামের একজন মন্তব্য করেন, ‘প্রকৃত জনপ্রতিনিধি।’
সংযুক্তিমূলক সংবাদ ..

কলারোয়ায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জুলফিকার আলী,কলারোয়া :: সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব মানবাধিকার দিবস-২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আরও পড়ুন …

সাতক্ষীরায় জেলা পুলিশের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি পালিত হয়েছে
ইব্রাহিম খলিল :: সাতক্ষীরায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনেআরও পড়ুন …