লিবিয়ায় আমিরাতি ড্রোন হামলায় নিহত ১১

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় সংযুক্ত আরব আমিরাতের ড্রোন থেকে চালানো বোমা হামলায় এখন পর্যন্ত ৯ শিশু ও দুই নারীর প্রাণহানি হয়েছে। যাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বাও ছিলেন।
স্থানীয় গণমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’ জানায়, রবিবার (১ নভেম্বর) বিকালে দেশটির উম্মে আল-আরনাব এলাকায় এই ড্রোন হামলা চালানো হয়।
বিশ্লেষকদের মতে, খলিফা হাফতারের দুর্বৃত্ত প্রশাসনকে সমর্থন জানাতে আমিরাতি সেনারা মূলত এই হামলাটি চালিয়েছে।
হামলার বিষয়টি নিশ্চিত করে আফ্রিকান বার্তা সংস্থা ‘সাবাকাত আর-রয়েদ এ-লামিয়া’ জানায়, এলাকাটির মারজুক হাসপাতালে এখন পর্যন্ত কয়েকজন শিশু ও দুই নারীর মরদেহ পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন ছিলেন অন্তঃসত্ত্বা। আরব আমিরাতের মালিকানাধীন ড্রোন থেকে চালানো হামলায় তারা নিহত হন।
সংযুক্তিমূলক সংবাদ ..

রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি আজ
মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলায় রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি আজ শুরু হচ্ছে। গাম্বিয়ার বিচার বিষয়কআরও পড়ুন …

আফগানিস্তানে অভিযানে ২৫ জঙ্গি নিহত
আফগানিস্তানে সরকারি বাহিনীর চলমান অভিযানে কমপক্ষে ২৫ জঙ্গি নিহত হয়েছেন। সোমবার পূর্বাঞ্চলীয় ওয়ার্দাক প্রদেশে ওইআরও পড়ুন …