কৃষ্ণনগরে ৪ দলীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শহীদ মোশাররফ হোসেন স্মৃতি ফুটবল একাদশ জয়ী

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : প্রচুর রৌদ্র বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জের কৃষ্ণনগরে পূর্ব কালিকাপুর ফুটবল মাঠে পূর্ব কালিকাপুর মোটরসাইকেল সমিতির আয়োজনে ১৮ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টা ৪৫ মিনিটে ৪ দলীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা কৃষ্ণনগর চেয়ারমান শহীদ কে এম মোশাররফ হোসেন স্মৃতি ফুটবল একাদশ বনাম রতনপুর ফুটবল একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে । উক্ত খেলায় শহীদ কে,এম, মোশারফ হোসেন স্মৃতি ফুটবল একাদশ ১- ০ গোলে রতন পুর ফুটবল একাদশকে হারায় । খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফিফা রেফারি ইকবাল আলম বাবলু । সহকারি হিসেবে ছিলেন রাশেদুজ্জামান খোকন এবং সৈয়দ মোঃ মমিনুর রহমান। খেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কৃষ্ণনগর ইউনিয়ন সভাপতি মোস্তফা কবিরুজ্জামান (মন্টু),চেয়ারম্যান কন্যা সাফিয়া পারভীন, দৈনিক দৃষ্টিপাত কালিগঞ্জ ব্যুরো প্রধান আশিক মেহেদী, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু , সাংবাদিক মোদাচ্ছের হোসেন জানটু, মনিরুজ্জামান মনি, আশরাফুল হুদা কবির, ইউ ,পি, সদস্য জি, এম নুরুল হক, শেখ মমতাজুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম ঢালী, জি,এম, নজরুল ইসলাম , জি,এম জবেদ আলী মোঃ আফসার আলী ঢালী , মোঃ শফিকুল ইসলাম , মোঃ হযরত আলী মোড়ল, আলহাজ্ব মাওঃ রৌশন আলী কাগচি , মাওঃ আইয়ুব হোসেন প্রমুখ । #####
সংযুক্তিমূলক সংবাদ ..

নলতার কাজলায় আছিয়া-করিম হিফজুল কুরআন মাদ্রাসার উদ্বোধন
বিশেষ প্রতিনিধি :: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান পরিচালিত তারআরও পড়ুন …

রেডিও নলতায় সাইবার বুলিং প্রতিরোধ বিষয়ক টকশোর ৩য় পর্ব অনুষ্ঠিত
নলতা,কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন কমিউনিটি রেডিও নলতা ৯৯.২ এফএম এর আয়োজনে নারী ওআরও পড়ুন …