কলারোয়ায় ছাএ ছাত্রীদের অংশগ্রহনের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝাউডাঙ্গা প্রতিনিধিঃ সাতক্ষীরা কলারোয়া উপজেলার ছাত্র ছাত্রীদের অঃশগ্রহনের জনসাধরনের মধ্যে বিঙ্গান সাক্ষরতা ও বিঙ্গান শিক্ষার উ্যসাহ সৃষ্টির লক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।(১৭ জুলায়) বুধবার সকাল ১১ টার সময় মৃত্তিকা সমাজ উন্নয়ন মুলক প্রতিষ্ঠানের আয়োজনে বিঙ্গান ও প্রযুক্তি মন্তনলয়ের অর্থয়ানে কয়লা মাধ্যমিক বিদ্যালের হলরুমে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সভাপত্তিত্ব করেন কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল প্রধান অতিথি বক্ততা রাখেন কৃষিবিদ মোঃমহাসীন আলী কলারোয়া উপজেলা কৃষি কর্মকতা বিষেশ অতিথি আক্তরুল আলম অধ্যক্ষ মহিষাডাঙ্গা কলেজ আশাশুনি আব্দুস সালাম পরিচালক মৃত্তিকা সমাজ উন্নয়ন মুলক প্রতিষ্ঠান। মোস্তাফিজুর রহমান সহকারি শিক্ষক কয়লা মাধ্যমিক বিদ্যালয়।সিরাজুল ইসলাম শিক্ষক কয়লা মাধ্যমিক বিদ্যালয়। সহকারি শিক্ষক আঃ ছাত্তার জেসসিন নাহার বিউটি প্রাগ্রাম অফিসার মৃত্তিকা সমাজ উন্নয় মৃলক প্রতিষ্ঠান খাদিজা খাতুন লতা পারভিন প্রমুখ।কুইজ প্রতিযোগিতায় ৯ ম শ্রেনীর ও ১০ ম শ্রেনীর ছাএ ছাএ ী সধ্যে অনুষ্ঠিত হয়। ৯ ম শ্রেনী দলনেতা শুব্রত ও ১০মশ্রেনী রিফাত দলনেতার মধ্যে কুইজ অনুষ্ঠিত হয়। কুইজে ১০ শ্রেনী বিজয়ী হয়। বিজয়ীদের মধ্যে ক্রস বিতারন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচলনা করেন কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম। ####
সংযুক্তিমূলক সংবাদ ..

কলারোয়ায় ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :: কলারোয়ায় ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।আরও পড়ুন …

কলারোয়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করাআরও পড়ুন …